• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকারের আশায় সংবাদ সম্মেলন, শেরপুরে জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা! “স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! বগুড়া শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোসড তাড়াশে পিকআপ চালকের গলাকাটা  মরদেহ উদ্ধার টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু বিক্রির আসল রহস্য ফাঁস টাঙ্গাইলের মধুপুরে নিজের সন্তান বিক্রি করে মোবাইল ক্রয় দুপচাঁচিয়ায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহদের হয়রানি করার অভিযোগ  

আবারও বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১৬ দিন। নতুন মেয়াদ অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেল কমিশন। রোববার (১২ জানুয়ারি) কমিশনের একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিটি ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে পাঠানো হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিবকে এর অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই বিপ্লবের পর একটি স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক, জনমুখী ও নিরপেক্ষ জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ গত ৯ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। কমিশন গঠনের প্রজ্ঞাপনে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের চাহিদা বোঝার জন্য কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগ, ৬টি জেলা এবং ৪টি উপজেলা সফর করে অংশীজনদের মতামত ও পরামর্শ সংগ্রহ করেছে। কমিশন এখন পর্যন্ত ২০টিরও বেশি সভা করেছে এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরি করার আগে খসড়া সুপারিশগুলো আরও পর্যালোচনা করার জন্য কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া, লক্ষাধিক ব্যক্তি থেকে প্রাপ্ত জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত অনলাইন মতামত এবং নাগরিক পরিষেবার বিষয়ে নাগরিকদের দেওয়া সুনির্দিষ্ট মতামত এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

কমিশনের সদস্যরা ৬ থেকে ৭ জানুয়ারি কুমিল্লা, চাঁদপুর জেলা এবং মতলব উপজেলার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন, যা পরবর্তীতে কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে, কমিশনের মেয়াদ ইতোমধ্যে এক দফা বাড়ানো হয়েছিল এবং আগের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল ১৫ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category