• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে এনজিও সিডিএ’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ এইচএসসি শিক্ষার্থী নিহত, আহত ১ দুপচাঁচিয়ার তারাজুন মাদরাসায় ঈদগাহ মাঠ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু সলঙ্গায় ব্যবসায়ীদের দখলে সড়ক : যানজটের ভোগান্তি দুপচাঁচিয়ায় কূপে পড়ে যাওয়া কুকুরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস দুপচাঁচিয়ায় গৌর নিতাই আখড়ায় দোলযাত্রা উৎসব উদযাপিত দুপচাঁচিয়ায় শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো শ্রমিক দল দুপচাঁচিয়ায় আদর্শ ক্লাবের দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

মধুপুরের মুকুটহীন সম্রাট সরকার শহীদের আজ ২য় মৃত্যু বার্ষিকী

বাবুল রানা / ১১৪ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জননন্দিত নেতা তিন তিনবারের সফল মেয়র ও মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী সরকার শহীদের আজ ২য় মৃত্যু বার্ষিকী।

তিনি ২০২৩ সালের ১৩ই জানুয়ারী এই দিনে লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে কাঁদিয়ে এ দুনিয়ায় মায়া ত্যাগ করে পরপারে চলে যান। তিনি স্টোকজনিত কারণে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তার এ অকাল মৃত্যুতে মধুপুরবাসী হারিয়েছে একজন মুকুটহীন সম্রাটকে। মধুপুরে সরকার শহীদের শুন্যতা পুরণ করার মতো লোকের জন্ম আর হবে না।

কিছু কিছু মহামানবের আবির্ভাব ঘটে মানুষকে ভালবাসার জন্য এবং মানুষের মনে দেবতার মতো জায়গায় করে নেয়ার জন্য। সরকার শহীদ হতদরিদ্র মানুষ থেকে শুরু করে সব শ্রেনির মানুষের কাছে একজন দানবীয় চরিত্রের লোক ছিলেন। উদার হস্তে যেকোনো মানুষের বিপদে পাশে থাকাটা ছিলো তার প্রধান চরিত্র। তার হাসিতে ছিলো এক মহা যাদু, যে যাদুমাখা হাসির ও ভালোবাসার মায়ায় মুগ্ধ ছিলো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ।

তিনি মধুপুরের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি নিজ অর্থায়নে অনেক স্থাপনা করে গেছেন যা মধুপুরবাসী আজীবন মনে রাখবে।

তার মৃত্যুতে সেদিন আকাশ বাতাস স্তব্ধ হয়ে পড়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো মধুপুর পৌর শহরের সকলে দোকানপাট বন্ধ করে বাহিরে বেড়িয়ে পড়ে। দুর দুরান্ত থেকে একনজর দেখার জন্য ছুটে আসে বিভিন্ন ধর্মের লক্ষ লক্ষ মানুষ। চারিদিকে মানুষ ঢল আর ভক্তদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেদিন মধুপুর পৌর শহরকে মনে হচ্ছিল যুদ্ধবিধ্বস্ত একটি শহর। মধুপুরের জন্য সরকার শহীদের প্রয়োজনীয়তা কতটুকু ছিলো তা আজ প্রতিটি  মানুষের মনে জাগ্রত হচ্ছে।

তার নামাজে জানাজায় লাখ লাখ মানুষের ঢল মধুপুরে ইতিহাসে অম্লান হয়ে রবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category