বগুড়ার শেরপুরে কুদ্দুস ফিলিং স্টেশন এর সামনে গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৮টার সময় ঢাকা – রংপুর মহাসড়কে পুলিশের চেকপোস্ট ডিউটি করাকালে, পাটগ্রাম, লালমনিরহাট হইতে চট্টগ্রামগামী নাভিলা স্পেশাল পরিবহন যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২ -১৩৭১ যাত্রীবাহী নৈশ কোচে থাকা দুই যাত্রী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত-আব্দুল হাকিমের ছেলে মোঃ মক্কা আলী (৫৫) ও মৃত ইছাহাক আলীর ছেলে মোঃ জিয়ারুল হক (৩৫) কাছে থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও দুই জন আসামীকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।
এ সময় উদ্ধারকৃত ফেনসিডিল উক্ত নৈশ কোচে থাকা ড্রাইভার, সুপারভাইজার সাক্ষী করে থানা হেফাজতে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান ১৩০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।