• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিকারের আশায় সংবাদ সম্মেলন, শেরপুরে জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা! “স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! বগুড়া শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোসড তাড়াশে পিকআপ চালকের গলাকাটা  মরদেহ উদ্ধার টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু বিক্রির আসল রহস্য ফাঁস টাঙ্গাইলের মধুপুরে নিজের সন্তান বিক্রি করে মোবাইল ক্রয় দুপচাঁচিয়ায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহদের হয়রানি করার অভিযোগ  

টিউলিপকে ধন্যবাদ জানিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৬৩ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

অর্থনৈতিক অসংগতি এবং দুর্নীতির বিস্তৃত অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন স্টারমার।

বিবৃতিতে তিনি লিখেছেন, ‘প্রিয় টিউলিপ, আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনেই আমি আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ।’

টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি বলে দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণের পর আমি পরিষ্কার করে জানাতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে, তিনি আপনার বিরুদ্ধে মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গ বা আর্থিক অসংগতির কোনো প্রমাণ পাননি। এর পাশাপাশি, আপনি স্বপ্রণোদিতভাবে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন এবং স্যার লরি ম্যাগনাসকে তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘ব্রিটেনকে সমৃদ্ধ করার এবং সরকারের কাজে কোনো বিঘ্ন না ঘটাতে আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, তার আমি প্রশংসা করি। আমি আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, আপনার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সবসময় খোলা রয়েছে।’

প্রসঙ্গত, শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাতের মতো দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রচণ্ড চাপের মুখে ছিলেন টিউলিপ সিদ্দিক। এসব কারণে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category