• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকারের আশায় সংবাদ সম্মেলন, শেরপুরে জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা! “স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! বগুড়া শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোসড তাড়াশে পিকআপ চালকের গলাকাটা  মরদেহ উদ্ধার টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু বিক্রির আসল রহস্য ফাঁস টাঙ্গাইলের মধুপুরে নিজের সন্তান বিক্রি করে মোবাইল ক্রয় দুপচাঁচিয়ায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহদের হয়রানি করার অভিযোগ  

রণবীরের নায়িকা হচ্ছেন ওয়ামিকা

অনলাইন ডেস্ক / ৯৭ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কৌতূহল বাড়ছে অভিনেত্রী ওয়ামিকা গাব্বিকে নিয়ে। রাশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরির পর তাকে ভারতীয় ন্যাশনাল ক্রাশ হিসেবে অভিহিত করা হচ্ছে। রাশমিকার মতোই মিষ্টি ব্যবহার এবং পাপারাজ্জিদের প্রিয় নায়িকা হয়ে উঠেছেন ওয়ামিকা।

‘ভূত বাংলো’ সিনেমায় অক্ষয় কুমারের নায়িকা হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকে নির্মাতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি। গত ডিসেম্বরে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বেবি জন’ সিনেমা মুক্তির পর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

এখনকার নতুন খবর হলো, ওয়ামিকা এবার রণবীর সিংয়ের নায়িকা হতে চলেছেন। ভারতের সুপারহিরো চরিত্র শক্তিমান নিয়ে তৈরি হচ্ছে একটি নতুন সিনেমা, যেখানে শক্তিমান হিসেবে দেখা দেবেন রণবীর সিং। সিনেমাটিতে রণবীরের নায়িকা হিসেবে ওয়ামিকাকে নেওয়া হচ্ছে, এমনটি জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। যদিও নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ধারণা করা হচ্ছে, শুটিংয়ের শিডিউল চূড়ান্ত হওয়ার পর ওয়ামিকার নাম ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান।

ধারণা করা হচ্ছে, ‘শক্তিমান’ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে, এবং মুক্তি পাবে ২০২৬ সালে। এ বছর বলিউডে আরও কয়েকটি বড় প্রজেক্টে যুক্ত হবেন ওয়ামিকা, এমনটা শোনা যাচ্ছে।

বলিউডে ওয়ামিকা গাব্বি নতুন নন। ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমার কিশোরী চরিত্র দিয়ে তাঁর অভিনয় শুরু হয়েছিল। এরপর ‘লাভ আজকাল’, ‘মৌসুম’, ‘বিট্টু বস’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথম নায়িকা হিসেবে তিনি ‘সিক্সটিন’ সিনেমায় কাজ করেন, যদিও ছবিটি বেশি সাফল্য পায়নি, এবং ২০১৩ সালে ওই সিনেমার ব্যর্থতার পর বলিউড থেকে দূরে সরে যান।

এরপর প্রায় এক দশক ধরে পাঞ্জাবি, তেলুগু, মালয়ালম ও তামিল সিনেমায় অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি এবং সেইসাথে কিছু সাফল্যও পেয়েছেন। ২০২৩ সালটি ছিল তার জন্য নতুন আশার আলো। এই বছর মুক্তি পাওয়া ‘জুবিলি’ সিরিজ দিয়ে লাইমলাইটে আসেন ওয়ামিকা। একই বছরে ‘ফুরসত’ ও ‘খুফিয়া’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। সেই থেকেই ওয়ামিকা সম্পর্কে কৌতূহল বাড়ছে। সাফল্য দিয়ে এবার তিনি বলিউডে নিজের দ্বিতীয় অধ্যায়ের গল্প লিখতে সক্ষম হবেন, এমনটাই প্রত্যাশা করছেন তার ভক্তরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category