বগুড়া শেরপুর উপজেলা খামারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু রায়হান মোল্লাকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
শেরপুর থানায় গত ২রা নভেম্বর ২০২৪ মামলা নাম্বার ২ এর তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে আজ সকাল সাড়ে ১০টায় খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে মোঃ আবু রায়হান মোল্লা (৩০)কে শুভগাছা বাজার এলাকা অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করা হয়।
তিনি শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান উপজেলার শুভগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু রায়হানকে গ্রেফতার করা হয় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।