• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে এনজিও সিডিএ’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ এইচএসসি শিক্ষার্থী নিহত, আহত ১ দুপচাঁচিয়ার তারাজুন মাদরাসায় ঈদগাহ মাঠ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু সলঙ্গায় ব্যবসায়ীদের দখলে সড়ক : যানজটের ভোগান্তি দুপচাঁচিয়ায় কূপে পড়ে যাওয়া কুকুরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস দুপচাঁচিয়ায় গৌর নিতাই আখড়ায় দোলযাত্রা উৎসব উদযাপিত দুপচাঁচিয়ায় শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো শ্রমিক দল দুপচাঁচিয়ায় আদর্শ ক্লাবের দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

আদিবাসীদের ওপর হামলায় জয়া আহসানের প্রতিবাদ

বিনোদন ডেস্ক / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

মাধ্যমিকের নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্রের পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ-সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সংগঠনের হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে।

এবার এই হামলার প্রতিবাদ জানালেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে ফেসবুকে লিখেছেন, ‘’আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল।

একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’

জয়া আহসান ছাড়াও মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, মৌসুমী হামিদসহ অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন।

এদিকে, আজ (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এই হামলার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা, রাঙ্গামাটি’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে পর্যন্ত গিয়ে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে আসে। এরপর রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একটি সমাবেশ করে। রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ ছিল।

ঢাকায় সমাবেশে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘ঢাকার মতো রাজধানী শহরে ‘আদিবাসীদের’ ওপর হামলা একটি পূর্বপরিকল্পিত হামলা। উগ্র-মৌলবাদী ও সাম্প্রদায়িক সংগঠন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ সংগঠনটি মূলত আদিবাসীদের পূর্ব-নির্ধারিত কর্মসূচি বানচাল করার হীনউদ্দেশ্যে এ হামলা করেছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এড়াতে পারে না।’

বক্তারা আরো বলেন, ‘পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিটি পুর্নবহাল এবং ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো ধরণের আশ্বাস পাওয়া যায়নি। ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে বসবাসরত ‘আদিবাসী’ জনগোষ্ঠীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।’

সমাবেশ থেকে অবিলম্বে ঢাকায় ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। সমাবেশ শেষে রাঙ্গামাটি জেলাপ্রশাসকের (ডিসি) মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category