• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে এনজিও সিডিএ’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ এইচএসসি শিক্ষার্থী নিহত, আহত ১ দুপচাঁচিয়ার তারাজুন মাদরাসায় ঈদগাহ মাঠ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু সলঙ্গায় ব্যবসায়ীদের দখলে সড়ক : যানজটের ভোগান্তি দুপচাঁচিয়ায় কূপে পড়ে যাওয়া কুকুরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস দুপচাঁচিয়ায় গৌর নিতাই আখড়ায় দোলযাত্রা উৎসব উদযাপিত দুপচাঁচিয়ায় শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো শ্রমিক দল দুপচাঁচিয়ায় আদর্শ ক্লাবের দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

দুপচাঁচিয়ার হাটসাজাপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোলাম মুক্তাদির সবুজ / ৬১ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর দক্ষিনপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮জানুয়ারি শনিবার বিকেলে এক উদ্বোধনী সভা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য ওবাইদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ আলী, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশতাক, জান্নাতুল ফেরদৌস, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক সাখিদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য আশরাফুল আলম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব ,উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, খেলা কমিটি সদস্য এহসান হাবীব, মারুফ হাসান, রাকিব রায়হান, আব্দুল আলিমসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ফুটবল প্রেমিকেরা । ফাইনাল খেলায় টাইব্রেকারে পূর্ব আলোহালী ফুটবল একাদশ ৩-১গোলে পাঁচপীর মাজার এসপি জুনিয়র কাবকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন লিটন আহমেদ। তাকে সহযোগীতা করেন মাহমুদুল হক শিপন ও এমকে আলম। ধারাভাষ্য প্রদান করেন শ্রাবণ আহমেদ মজনু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category