দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি পদোন্নতি পেয়ে বদলীয় হওয়ায় গত ১৯জানুয়ারি রোববার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শাহরুখ খান যোগদান করেছেন। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নবাগত দুপচাঁচিয়া
উপজেলার নির্বাহী অফিসার মো. শাহরুখ খান এর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
শাহরুখ খান ৩৫তম বিসিএস (প্রশাসন)-এ উত্তীর্ণ হন। তিনি রংপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।
উল্লেখ্যঃ বিদায়ী ইউএনও জান্নাত আরা তিথি নওগাঁ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করবেন।