নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ৩দিন ব্যাপী তারুণ্যের উৎসব মেলার সমাপনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৯জানুয়ারি রোববার বিকেলে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা প্রধান শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নূরনবী সরদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিদর্শক হাবিবার ইয়াছমিন, একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক মাহিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল মহলদার, আশরাফুল আলম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।