দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নওগাঁ পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা(জাসাস) দুপচাঁচিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ১৯জানুয়ারি রোববার বিকালে তাঁর কার্যালয়ে গিয়ে সংস্থার নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ কালাম, জাসাস সদর ইউনিয়ন সভাপতি মাহবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রনি প্রমুখ। অপরদিকে একইদিন দুপুরে বর্ষা ডেকোরেটরের পক্ষ থেকেও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পদন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথিকে সম্মাননা প্রদান করেন বর্ষা ডেকোরেটরের স্বত্বাধিকারী বেলাল হোসেন ।