দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজের প্রাক্তন প্রদর্শক (পদার্থ বিজ্ঞান) সুনীল চন্দ্র সরকার (৭৮) গত ১৯ জানুয়ারি রোববার রাত ৩ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। তিনি তালোড়া পৌর এলাকার গয়াবান্ধা সরকারপাড়া মহল্লার স্বর্গীয় উপেন্দ্রনাথ সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুনামের সঙ্গে তাঁর কর্মজীবন অতিবাহিত করেছেন। নম্র, বিনয়ী, সদালাপের জন্য তিনি সকলের নিকট সমাদৃত ছিলেন। গত ২০ জানুয়ারি সোমবার দুপুরে গয়াবান্ধা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রয়াত সুনীল চন্দ্র সরকারের আত্মার শান্তি কামনায় ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ প্রসাদ কানু, সাধারন সম্পাদক দেবব্রত মন্ডল বাপ্পী প্রমুখ।