• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুতা নিক্ষেপ কর্মসূচী পালন দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সততা ক্লাবের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প মধুপুরে ফসলি জমির মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা  বগুড়ায় আ’লীগ, জাপা ও জাসদ কার্যালয় ভাংচুর করে আগুন দিয়েছে ছাত্র-জনতা রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব শেষ রক্ষা হলো না মেহের আফরোজ শাওনের, হলেন আটক দুপচাঁচিয়ায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুপচাঁচিয়ায় নবনির্বাচিত জুয়েলার্স এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত সলঙ্গা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা

টাঙ্গাইলের মধুপুরে ৫টি চোরাই মোটরসাইকেল সহ ৫ জন গ্রেফতার

বাবুল রানা / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

 

টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৫জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে মধুপুর থানা পুলিশ ৫ জন মোটরসাইকেল চোরচক্রের মুল হতাদের টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি মধুপুর উপজেলাধীন ইদিলপুর এলাকার সাবেক সাত্তার এমপির বাড়ির জামে মসজিদের সামনে থেকে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উক্ত মসজিদের ইমামের নীল রঙের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে উক্ত ইমাম বাদী হয়ে গত ১৭ জানুয়ারি মধুপুর থানায় একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম এর দিকনির্দেশনায় ওসি তদন্ত রাসেল আহমেদ এর নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল এ চোর চক্রকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন।

সর্বশেষ সোমবার ২০ জানুয়ারি  বিশিষ্টজনের তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার হোসেন রানা (৩২), পিতা-মোকছেদ আলী, সাং-মাগন্তিনগর, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলকে মধুপুর থানাধীন মোটের বাজার এলাকা থেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, সে তার সহযোগী আসামীদের নিয়ে উক্ত মোটরসাইকেলটি চুরি করিয়া ধৃত আসামী মোনারুল হাসান মজনু (২৮), পিতা-মোঃ বাদশা শেখ সাং-নান্দিনারচর, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়ার নিকট জামালপুর জেলা সরিষাবাড়ী থানাধীন রেল লাইনের পাশে বিক্রি করিয়া দেয়। উক্ত চোরচক্রকে ধরতে চৌকস পুলিশ অফিসার রাসেল আহমেদ আসামী রানাকে দিয়ে আবারও মোটরসাইকেল বিক্রি করবে বলে ফোন করায়। কিছুক্ষণের মধ্যেই জামালপুর সরিষাবাড়ী থানাধীন রেললাইন এলাকায় মোটরসাইকেল চোরচক্রের হোতা আনোয়ার হোসেন মজনু ও ইলিয়াছ ১টি চোরাই মোটরসাইকেল নিয়ে পৌঁছালে তাদেরকে গ্রেফতার করা হয়।

আসামী মজনুকে জিজ্ঞাসাবাদে আরো ২টি চোরাই মোটরসাইকেল তার হেফাজতে আছে মর্মে স্বীকার করেন এবং তাহার স্বীকারোক্তী মোতাবেক তাহার দখল ও হেফাজত হইতে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মজনুকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে মধুপুর এলাকা হইতে আসামী রানার সহযোগিতায় চুরি করিয়া আরো ২টি মোটরসাইকেল সারিয়াকান্দি থানাধীন চর ছনপোচা এলাকায় নিয়া যায়। চর ছনপোচা এলাকায় আসামী মজনু সহ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ হারুন অর রশিদ (৪৫), পিতা-মোঃ আইন উদ্দিন মন্ডল, সাং-চর ছনপোচা, উভয় থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া এর নিকট হইতে ১টি মোটরসাইকেল এবং ধৃত আসামী হারেজ আলী (৪৩), পিতা-শাহজাহান, মাতা-হাজেরা, সাং-ছোনটিয়া বাজার, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট হইতে আরও  ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উল্লেখ্য মধুপুর থানা এলাকা হইতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করিয়া মোট ৫টি চোরাই মোটরসাইকেল এবং উক্ত ঘটনায় জড়িত চোরচক্রের ৫জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী রানাকে জিজ্ঞাসাবাদে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। রানা জানায়, তাহার সহযোগী হিসেবে  দুলাল, মানিক ও ছানোয়ার, মধুপুর, ঘাটাইল, ধনবাড়ী, মুক্তাগাছা সহ আরও বিভিন্ন থানা এলাকায় মোটরসাইকেল চুরি করিয়া সরিষাবাড়ী, সারিয়াকান্দি ও জামালপুর সদরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন বলে জানান। ধৃত আসামী মোঃ আনোয়ার হোসেন রানা (৩২), মোনারুল হাসান মজনু (২৮) দ্বয় বিজ্ঞ আদালতে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করিতে ইচ্ছুক বলে জানান মধুপুর থানার তদন্ত অফিসার রাসেল আহমেদ। এ দুঃসাহসিক অভিযান পরিচালনায় সার্বক্ষনিক সহযোগিতায়  ছিলেন, মধুপুর থানার এসআই আরিফ ও সুজন সহ আরও অন্যান্য পুলিশ সদস্য।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category