“সুস্থ দেহে সুদর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন”এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রুহুল আমিনের সভাপতিত্ব ও একাডেমিক সুপারভাইজার শাহ মো: মাহমুদুনবীর পরিচালনায় পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক আবুল বাশার, রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদের, শিক্ষক নাঈম হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।