দুপচাঁচিয়ায় সততা ক্লাবের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ৭ফেব্রুয়ারি শুক্রবার সকালে মন্ডলপাড়া এলাকায় ক্লাবের সভাপতি ও ছাত্রনেতা রফিক সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা শহিদুল ইসলাম। উদ্বোধকের বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা যুবদল নেতা মুসাব্বীর সম্রাট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দ শাহনেওয়াজ বাবু, শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মুনঈমুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুহুল, কোষাধ্যক্ষ পলাশ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান হৃদয়, ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ প্রমুখ। এদিন দিনব্যাপী হেলথ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হসপিটাল ও রক্তের সন্ধানে দুপচাঁচিয়া এর সহযোগিতায় বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী ও স্ত্রী প্রসূতি অভিজ্ঞ ও সার্জন ডাঃ সুমনা রানী বসাক, জেনারেল ফিজিশিয়ান ডাঃ আব্দুস সবুর। এই দিন বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থাপত্র প্রদান ,রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও পেশার মাপা হয়।