বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আয়োজনে সুধী সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর,আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাও: রাকিবুল ইসলামের সভাপতিত্বে গতকাল সোমবার দুপুরে হাটিকুমরুল চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।দুইটি পর্বের প্রথমে প্রতিনিধি সম্মেলন ও পরে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারি সেক্রেটারী জেনারেল,উল্লাপাড়া- সলঙ্গার লড়াকু সৈনিক মাও: রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর শাহীনুর আলম,সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী,সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য হোসাইন আলী, সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহিদ, সেক্রেটারী রাকিবুল হাসান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সোলাইমান হোসেন সহ অনেকে।