টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে চলছে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের হাবিব ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।