বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নের সুভলী উত্তর পারা (পান্তা পাড়া) গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।আজ বুধবার ( ১২ ফেব্রয়ারি) দুপুর ৩টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল (৪) ও ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)। স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে তারা খেলা করছিল। তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করে। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে শিশু ছামিহার মরদেহ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুজি করে ডুবে থাকা শিশু রবিউলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।