টাঙ্গাইল জেলা পুলিশের সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইল বার্ষিক পরিদর্শন করলেন, এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইল এর কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক নির্দেশনা প্রদান এবং বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ও পুলিশের ইমেজ সংকট কাটিয়ে উঠার জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত কর্তব্য পালন করার নির্দেশনা প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
তিনি পরবর্তীতে টাঙ্গাইল সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইল অফিসের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত সহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ টাঙ্গাইল সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইলে কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।