• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে এনজিও সিডিএ’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ এইচএসসি শিক্ষার্থী নিহত, আহত ১ দুপচাঁচিয়ার তারাজুন মাদরাসায় ঈদগাহ মাঠ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু সলঙ্গায় ব্যবসায়ীদের দখলে সড়ক : যানজটের ভোগান্তি দুপচাঁচিয়ায় কূপে পড়ে যাওয়া কুকুরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস দুপচাঁচিয়ায় গৌর নিতাই আখড়ায় দোলযাত্রা উৎসব উদযাপিত দুপচাঁচিয়ায় শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো শ্রমিক দল দুপচাঁচিয়ায় আদর্শ ক্লাবের দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

মধুপুরে দোকানে হামলা ভাংচুর ও লুটপাট ১জন আহত 

টাংগাইল প্রতিনিধি / ১৮ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে ফিল্মি স্টাইলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও  দোকান মালিককে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে শতশত মানুষের সামনে পৌর শহরের মার্কেট এলাকায় এ লোমহর্ষক ঘটনাটি ঘটে বলে জানা যায়।

দোকান মালিক ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে পৌর শহরের সওদাগর পাড়ার কয়েকজন চাঁদাবাজ আমার কাছে চাঁদা দাবী করে আমি প্রতিবাদ করায় পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার দোকানে হামলা চালায়।

এসময় তারা আমাকে এবং আমার ছেলে সোহাগকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে ফার্মেসির ঔষধপত্র ও ক্যাশ বাক্সে থাকা কয়েক লক্ষ টাকা নিয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমন দৃশ্য  সিনেমাকেও হার মানায়। শতশত মানুষের সামনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী বাহিনী দোকান ভাংচুর লুটপাট এবং দোকান মালিককে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে আবার অস্ত্র উঁচিয়ে বীরদর্পে চলে গেলো। শতশত মানুষ অবাক দৃষ্টিতে সিনেমার শেষ দৃশ্য দেখার অপেক্ষায়। সবার হাতে একটি করে অত্যাধুনিক অস্ত্র, যার কারনে কেউ তাদের সামনে যেতে সাহস পায়নি বলে তারা জানান। পরবর্তীতে স্থানীয় লোকজন ফার্মেসীর মালিক ফজলুল হককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবীর ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

এদিকে ঘটনার পরপরই মধুপুর শিল্প ও বনিক সমিতির সদস্যগন দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে নেতৃত্ব দেন শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মিন্জুরুল আলম নান্নু।

তিনি জানান, মধুপুরে দীর্ঘদিন যাবত একটি গোষ্ঠী রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজী করে যাচ্ছে। এদের অত্যাচারে মধুপুরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।  অতিবিলম্বে তাদের উচ্ছেদ সহ গ্রেফতার করতে হবে তানাহলে মধুপুরের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।

এসময় প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবীর জানান, চাঁদাবাজ সে যে-ই হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হবেই। মধুপুরে সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো স্থান হবে না। তিনি ঘোষণা করেন, আপনারা সহযোগিতা করলে এ-ই মধুপুরকে আমি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করবো সে যে-ই হোক না কেনো। তিনি বনিক ভাইদের সংঘবদ্ধ থাকতে বলেন এবং কেউ কোনো দোকান প্রতিষ্ঠানে চাঁদবাজী করতে গেলে তাদের ধরে আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

খুব দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category