দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহম্মেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, সোনালী ব্যাংক দুপচাঁচিয়া শাখার এজিএম মুনজুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হারেজ উদ্দিন আহম্মেদ, দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।