নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, নেসকোর প্রিপেইড মিটার স্থাপন হলে সাধারণ জনগণ বাড়তি খরচের চাপ ও নানা জটিলতার সম্মুখীন হবে। তারা অবিলম্বে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়াসিন আলী হিমেল, আহাদুল ইসলাম দুর্জয়, চিকিৎসক জোবায়ের সুলতান বাবু, রাশেদ শাদাত, সাদেকুর রহমান অয়ন, ফাহমিদুন নবী পাভেল ও নাঈমুল ইসলাম প্রমুখ। তারা বলেন, প্রিপেইড মিটার চালু হলে বিদ্যুৎ সেবার মান উন্নত হবে না, বরং গ্রাহকরা আরও বেশি ভোগান্তির শিকার হবেন।
মানববন্ধন শেষে একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের কাছে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ইউএনও আশিক খান জানান, “স্মারকলিপিটি নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। তারা বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
এ সময় স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।