দুপচাঁচিয়ায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃজেলা নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রæয়ারি শুক্রবার বিকালে ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে ধাপসুলতানগঞ্জ নিমতলা এলাকার মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে রাজশাহী কিশোর একাডেমী ৪-৩ গোলে দিনাজপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে বিজয়ী হয়। পরে এক পুরস্কার বিতরনী সভা ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক সাখিদার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি মোফাছেরুল ইসলাম শাকিল, বগুড়া সদর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আমিন সরকার সিফাত। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। খেলায় ধারাভাষ্য প্রদান করেন শ্রাবণ আহমেদ মজনু। খেলা পরিচালনা করেন রেজাউল করিম স্বপন। তাকে সহযোগিতা করেন মাহমুদুল হক শিপুন, আয়নাল ও আলম।