দুপচাঁচিয়ার তালোড়ায় দা হলি কুরআন স্কুল এর উদ্যোগে সুসন্তান গঠনে মা-বাবার ভূমিকা শীর্ষক প্যারেনটিং প্রোগ্রাম, অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১মার্চ শনিবার সকালে স্কুল চত্বরে স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু হানিফ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া দারুস সুন্নাহ পাবলিকেশন এর পরিচালক ড. নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অভিভাবক কুবুতুল আলম, মেহরাব হোসেন,নয়ন আলী, নিয়ামুল হক, জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নারগিছ বানু, সহকারী মাওলানা এনামুল হক, সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।