বগুড়ার শেরপুরের ছাতিয়ানী সন্যাসীতলা নামক এলাকা থেকে ৯ মার্চ রবিবার রাতে অটাে চালক জুয়েল (১৮) ফেলে দিয়ে চায়না অটাে ও একটি মােবাইল ছিনতাই করে নিয়ে গেছে ৩ জন যাত্রী। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপােশী গ্রামের মাে. আলকেসের ছেলে মাে. জুয়েল চায়না অটাে চালিয়ে জীবিকা নির্বাহ করতাে। ৯ মার্চ রবিবার সকাল ১০ টার দিকে ধুনট উপজলাের হুকুম আলী যাওয়ার কথা বলে জুয়লের অটাে রিজার্ভ করে অজ্ঞাত তিনজন ব্যাক্তি। সারাদিন ঘােরাঘুরির পর আনুমানিক রাত ৮ টার দিকে খানপুর ইউনিয়নের ছাতিয়ানী সন্যাসীতলা এলাকায় গিয়ে জুয়লকে মারধর করে তার কাছে থাকা এন্ড্রােয়েড ফােন কেড়ে নিয়ে তাকে ফেলে দিয়ে চায়না অটােটি ছিনতাই করে নিয়ে যায়। পরে জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং তার পরিবারের লােকজনকে খবর দেয়। এ ঘটনায় ওইদিন রাতেই জুয়েলের পিতা মাে. আলকেস বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযােগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মাে. শফিকুল ইসলাম বলন, অটাে ছিনতাইয়ের অভিযাগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ভিকটিম এখনাে অসুস্থ। সুস্থ হলে আসল ঘটনা জানা যাবে।