মাগুরাতে আট বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে দুপচাঁচিয়ায় সর্বস্তরে সচেতন জনগণ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১০ মার্চ সোমবার সকালে অফিস বাস স্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সিওঅফিস বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী খাতিজাতুল কুবরা,সাহিরা খাতুন,শিষ্টি ,সুমাইয়া আক্তার,ব্যাবসায়ী তারিকুল ইসলাম তারেক প্রমুখ। বিক্ষোভ মিছিলে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি শাহজাহান আলী, শিক্ষক শামীম হোসেন, জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী নাইমুল ইসলাম নাঈম, মেহেদী হাসান,আদীলসহ শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীকসহ সর্বস্তরে জনগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা বক্তরা ধর্ষকের সবোর্চ্চ শাস্তির দাবি জানান।