বগুড়ায় আত্মপ্রত্যয়ী ও সফল উদ্যোক্তা “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। মঙ্গলবার(১১মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শেরপুরের বোংগা গ্রামে গড়ে ওঠা ওই খামার পরিদর্শন শেষে তিনি দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোছাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. তবিবর রহমান, সাবেক চেয়ারম্যান মো. দবির উদ্দীন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংবাদিক মোত্তালিব সরকার, সরোয়ার জাহান, আবু জাহের প্রমূখ উপস্থিত ছিলেন।
খামার পরিদর্শনের সময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, সুরাইয়া পারভীন রেশমা তার স্বামী বা বাবার পরিচয়ে বড় হয়নি। সে নিজের চেষ্টায় আজ সারাদেশে পরিচিত। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা চাকরীর পিছনে ছুটছেন। চাকরীর পিছনে না ছুটে নিজেরাই রেশমার মত উদ্যোক্তা হয়ে নিজে ও দেশকে স্ববলম্বী করুন। এজন্য সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।