বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে দুপচাঁচিয়া উপশাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১মার্চ মঙ্গলবার মৌ প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংক কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন বনিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, বিথি আয়রন হাউজের স্বত্বাধিকারী আলহাজ্ব সুরুজ আলী, মৌ প্লাজার স্বত্বাধিকারী আলহাজ্ব ওবায়দুল হক তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, ব্যাবসায়ী আরিফুল ইসলাম আরিফ, ফাইজুল ইসলাম, ওবাইদুর রহমান, জনতা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আব্দুল হাকিম প্রাং, ব্যাংকের জুনিয়র অফিসার হাসানুল বান্না মাসুম, সহকারী অফিসার মিলন কুমার কর্মকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান জামে মসজিদ পেশ ইমাম জাহাঙ্গীর আলম।