বগুড়ার শেরপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আশরাফ খন্দকার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের চকধুলি গ্রামের মতি খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে চকধুলি মধ্যপাড়া এলাকার আবদুল খালেকের মুদি দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই রকিব সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান এবং ১০৫ পিস ইয়াবাসহ আশরাফ খন্দকারকে গ্রেপ্তার করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আশরাফ খন্দকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।