জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সারাদেশের মতো বগুড়ার শেরপুরেও ‘স্ট্যান্ড ফর এনআইডি’ শিরোনামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ ১৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় শেরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দৃশ্যমান অগ্রগতি না হলে শীঘ্রই কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলতাফ হোসেন সেখ, অফিস সহায়ক মোঃ শহিদুল ইসলাম, আইডিইএ-২ প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল ইসলাম, সাব্বির হোসাইন, মিরাজুল ইসলাম, স্ক্যানিং অপারেটর ফাইমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক বলেন, “জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম অন্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত হলে এই সেবা ব্যাহত হবে এবং গ্রাহকদের ভোগান্তি বাড়বে। ভোটার তালিকার নিরপেক্ষতা রক্ষার পাশাপাশি ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই রাখা জরুরি।”
তিনি আরও বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।