দুপচাঁচিয়া পৌর এলাকার চৌধুরী পাড়ায় গৌর নিতাই আখড়ায় দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪মার্চ শুক্রবার সকালে পূজা, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ অন্তে দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুজিত চৌধুরী, সাধারণ সম্পাদক অসীত চৌধুরী গুপিনাথ, সেবাইত গোপাল চন্দ্র সান্যাল সহ ধর্মপ্রাণ হিন্দু নরনারী উপস্থিত ছিলেন। ধর্মমতে দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ন হিন্দু উৎসব, যা বসন্তপ্রেম এবং রঙের উৎসব নামে পরিচিতি। সনাতন ধর্মালম্বীরা এ উৎসবকে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম হিসাবে উদযাপন করে। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ বার্তার জয় নির্দেশ করে। সনাতন ধর্মালম্বীর শিশুরা এ হোলি উৎসব উপলক্ষে একে অপরকে আবির মাখিয়ে দিয়ে থাকেন।