দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৮মার্চ মঙ্গলবার ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আবু কালাম আজাদ এর সভাপতিত্বে ও ক্লাবের সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কেএম বেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ প্রমুখ। এসময় সহসভাপতি এম,ডি শিমুল, সহসাধারণ সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির, সদস্য অরবিন্দ কুমার দাস, আবু রায়হান চৌধুরী, কুতুবুল আলম, বেলাল হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ আনছার আলী।