• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকারের আশায় সংবাদ সম্মেলন, শেরপুরে জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা! “স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! বগুড়া শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোসড তাড়াশে পিকআপ চালকের গলাকাটা  মরদেহ উদ্ধার টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু বিক্রির আসল রহস্য ফাঁস টাঙ্গাইলের মধুপুরে নিজের সন্তান বিক্রি করে মোবাইল ক্রয় দুপচাঁচিয়ায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহদের হয়রানি করার অভিযোগ  

বর্ষবরণে শেরপুর উপজেলা প্রেসক্লাবের নানা আয়োজন

রাশেদুল হক / ২৯ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

 

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় পান্তা-ইলিশ উৎসব ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, কাউন্সিলর স্যেমেন্দ্রনাথ ঠাকুর শ্যামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

শোভাযাত্রা ও অনুষ্ঠানে আরও অংশ নেয় ভবেরহাট লালন চর্চা কেন্দ্র, উত্তরণ সাংস্কৃতিক একাডেমি, সরমালিকা সংগীত নিকেতন ও নৃত্যাঞ্জলী আর্টস একাডেমি।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার। সহ-সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক ও শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, কোষাধ্যক্ষ বাদশা আলম, দপ্তর সম্পাদক বিমল মৈত্রেয়, সাহিত্য সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, কার্যনির্বাহী সদস্য সাদাওয়াত হোসেন জুম্মা, নাজমুল হুদা নয়নসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ষবরণের এই আয়োজনে শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সারাদিন ধরে উৎসবমুখর পরিবেশে জমে ওঠে শেরপুর উপজেলা প্রেসক্লাব চত্বর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category