• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে এনজিও সিডিএ’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ এইচএসসি শিক্ষার্থী নিহত, আহত ১ দুপচাঁচিয়ার তারাজুন মাদরাসায় ঈদগাহ মাঠ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু সলঙ্গায় ব্যবসায়ীদের দখলে সড়ক : যানজটের ভোগান্তি দুপচাঁচিয়ায় কূপে পড়ে যাওয়া কুকুরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস দুপচাঁচিয়ায় গৌর নিতাই আখড়ায় দোলযাত্রা উৎসব উদযাপিত দুপচাঁচিয়ায় শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ করলো শ্রমিক দল দুপচাঁচিয়ায় আদর্শ ক্লাবের দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

কেন সঞ্জয়ের বায়োপিক প্রত্যাখ্যান করেছেন আমির খান?

Reporter Name / ২১৩ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সাঞ্জু’। বলিউড সুপার স্টার আমির খানের অভিনয় করার কথা ছিল নাকি এই ছবিটিতে। গুঞ্জন আছে আমির এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ‘সাঞ্জু’র ট্রেলার মুক্তির সময় পরিচালক রাজকুমার হিরানি বলেছেন, ‘সুপারস্টার আমির খান ‘সাঞ্জু’ চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন।’ পরে অবশ্য খোলাসা করে বলেছেন আমির খান নিজেই।

গত সপ্তাহে এক অনুষ্ঠানে আমির খানকে এই গুজবের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ‘হিরানি আমাকে ‘সাঞ্জু’ ছবিতে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। এটি একটি চমৎকার চরিত্র এবং পিতাপুত্রের সুন্দর সম্পর্কের গল্প। কিন্তু সাঞ্জুর ভূমিকা অবিশ্বাস্য। আমি রাজুকে বললাম, সঞ্জয় দত্তের ভূমিকা এতটাই দুর্দান্ত যে আমার হৃদয় জয় করে নিয়েছে। তাই এই ছবিতে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারব না। আর রণবীর কাপুর যেহেতু সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন।’

আমির খান আরও বলেন,‘ যখন দেখলাম আমার সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করার কোনো সুযোগ নেই। সুনীল দত্তের চরিত্রটি একজন বয়স্ক ব্যক্তির চরিত্র। আগে আমি ‘দাঙ্গাল’ সিনেমায় বয়স্ক চরিত্রে অভিনয় করেছি। এখন আবার যদি বয়স্ক চরিত্রে অভিনয় করি, তাহলে চলচ্চিত্র শিল্পের লোকেরা আমাকে আর যুবক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেবে না। তারা ভাববে আমি বয়স্ক চরিত্রে অভিনয়ের জন্যই উপযুক্ত। আর এ জন্যই আমি ‘সাঞ্জু’ চলচ্চিত্রে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছি।’

রাজকুমার হিরানি ‘সাঞ্জু’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। সঞ্জয় দত্তের জীবনী নির্ভর এই চলচ্চিত্রে প্রযোজনা করেছেন বিন্দু বিনদ চোপড়া। সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। ছবিটি ২৯ জুন মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category